যৌতুকবিহীন মেয়ের বিয়ে দিলেন সাংবাদিক মোস্তফা। -AR NEWS ONLINE

যৌতুকবিহীন মেয়ের বিয়ে দিলেন দৈনিক বজ্রশক্তি পত্রিকায় লালমনিহাট জেলা প্রতিনিধি মোস্তফা হোসেন। গতকাল শুক্রবার লালমনিরহাট জেলার সাপটিবাড়ি এলাকায় সাংবাদিক মোস্তফা হোসেনের মেয়ে মোহাইমিন আক্তার এর সাথে মৃত আবুল হোসেন এর ছেলে ইউসুফ আলীর এই বিয়ে অনুষ্ঠিত হয়। সাংবাদিক মোস্তফা হোসেন‌ জানান মৃত আবুল হোসেনের ছেলে ইউসুফ আলী তার মেয়েকে যৌতুকবিহীন ও মোহরানা বুঝে দিয়ে বিয়ে করেছেন। উক্ত বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশিউর রহমান (হিযবুত তাওহীদ রংপুর বিভাগীয় সভাপতি), আব্দুল কুদ্দুস শামীম (হেযবুত তাওহীদ জেলা সভাপতি রংপুর), একরামুল ইসলাম সহ আরো অনেকে। উক্ত বিয়েটি আব্দুল রাকিব হিজবুত তাওহীদ বিভাগীয় সহকারী এর তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

Comments

দেশের প্রচলিত আইন শৃঙ্খলা মেনে আমাদের অনলাইন পত্রিকা টি প্রচলিত

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত -২ -AR NEWS ONLINE

স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাউরা কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন ঘোষণা -AR NEWS ONLINE