প্যারাসুট নারিকেল তেল-এর নতুন উৎসব প্যাক

 



 দেশের সেরা নারিকেল তেল ব্র্যান্ড প্যারাসুট-এর নির্মাতা প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড সম্প্রতি বাজারে এনেছে নতুন উৎসব প্যাক। সবার চিরচেনা সেই প্রিয় নারিকেল তেলকেই উৎসব প্যাকের সাথে নতুনভাবে সাজানো হয়েছে।


প্যারাসুটের চিরাচরিত নীল প্যাকে আঁকা সোনালী নকশায় নতুন আঙ্গিকে পাওয়া যাবে উৎসব প্যাক। ২০০ মি.লি. প্যারাসুট নারিকেল তেল পাওয়া যাচ্ছে ১৩৫ টাকায়, সাথে ৩০ মি.লি. তেল থাকছে সম্পূর্ণ বিনামূল্যে। এই অফারটি থাকবে সীমিত সময়ের জন্য। শতভাগ বিশুদ্ধ প্যারাসুট নারকেল তেল দেশের সকলের কাছেই একটি বিশ্বস্ত নাম। প্যারাসুট নারিকেল তেল-এর বিশেষ উৎসব প্যাক দেশের সর্বত্রই পাওয়া যাচ্ছে। 


ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর মার্কেটিং ডিরেক্টর এ্যালেন ইবেনেজার এরিক বলেন, “প্যারাসুট শুধু আমাদের ফ্ল্যাগশীপ পন্যই নয়, দেশের সেরা এবং ভোক্তাদের সবচেয়ে পছন্দের নারিকেল তেল ব্র্যান্ড।” তিনি আরও বলেন, “প্যারাসুটের ট্রেডমার্ক নীল প্যাক-এ আকর্ষণীয় নতুন এই নকশার মাধ্যমে ভোক্তাদের মধ্যে উৎসবের স্মৃতি বা আমেজ সৃষ্টি করতে পারবো বলে আমরা আশাবাদী।”

Comments

দেশের প্রচলিত আইন শৃঙ্খলা মেনে আমাদের অনলাইন পত্রিকা টি প্রচলিত

যৌতুকবিহীন মেয়ের বিয়ে দিলেন সাংবাদিক মোস্তফা। -AR NEWS ONLINE

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত -২ -AR NEWS ONLINE

স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাউরা কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন ঘোষণা -AR NEWS ONLINE