কক্সবাজারে সুনামি প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত -AR news Online

জহির আলম বাপ্পি, কক্সবাজার প্রতিনিধি: UNDP এর সৌজন্যে বাংলাদেশের উদ্যোগে কক্সবাজার জেলায় স্কুলসমুহে সুনামি প্রস্তুতিমূলক মহড়া অনুশীলন হয়। কার্যক্রমের আওতায় সম্প্রতি ২৯ মার্চ কক্সবাজার সদর উপজেলাধীন মধ্যম খুরুশকুল সরকারি প্রাঃ বিদ্যালয় ও দরিয়ানগর (বড়ছড়া) সরকারি প্রাঃ বিদ্যালয়ে ছাএ-ছাএীদের অংশ গ্রহণে স্কুল সুনামি প্রস্তুতি মূলক মহড়া অনুশীলন অনুষ্ঠিত হয়। ৩১ মার্চ মহেশখালী পৌরসভাধীন মহেশখালী মডেল সরকারি প্রাঃ বিদ্যালয়ে অনুরূপ মহড়ার আয়োজন করা হয়। উক্ত কর্মসূচীতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবদুল ওয়াজেদ (UNDPর এডভাইজার), প্রজেক্ট ম্যানেজার শাহ জাহিদুল রহমান (UNDP) কনসালটেন্ট কামাল উদ্দিন আহমেদ ও মহেশখালী পৌরসভার ২নং ওযার্ডের কাউন্সিলার মোঃ আজিজ মিয়া এবং সংশ্লিষ্ট বিদ্যালয় সমূহের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ ও শিক্ষক গণ উপস্থিত ছিলেন। উল্লেখ্যঃ UNDP বাংলাদেশ এর সুনামি প্রজেক্ট পেজ ১,২,৩ এর মাধ্যমে ২০১৮ ইং হইতে কক্সবাজার জেলায় বহু পযার্য়ে সুনামি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক গণের প্রশিক্ষণ ও ছাএ- ছাএীদের বন্যায় সুনামি মহড়ার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম কর্মকাণ্ড করে আসছে।

Comments

দেশের প্রচলিত আইন শৃঙ্খলা মেনে আমাদের অনলাইন পত্রিকা টি প্রচলিত

যৌতুকবিহীন মেয়ের বিয়ে দিলেন সাংবাদিক মোস্তফা। -AR NEWS ONLINE

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত -২ -AR NEWS ONLINE

স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাউরা কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন ঘোষণা -AR NEWS ONLINE