লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে পাটগ্রাম উপজেলা ট্রাক মালিক সমিতির অবরোধ। -AR NEWS ONLINE

আবু রাসেল, পাটগ্রাম উপজেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কলেজ মোড়ে বুধবার বিকাল ৫টায় সড়ক অবরোধ করেন পাটগ্রাম উপজেলা ট্রাক মালিক সমিতি। সড়ক অবরোধের সময় পাটগ্রাম উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান জানান কাকিনা হইতে মাহিপুর এর মাঝে শেখ হাসিনা সেতু অতিক্রম করার সময় পণ্যবাহি যানবাহন গুলোকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, রেফ নাম পেন্টাজেবী ইজারাদার সড়ক সেতু, লালমনিরহাট -এর আবেদনের প্রেক্ষিতে কোন প্রকার নোটিশ যুক্তির কারণ ছাড়াই উক্ত সড়ক দিয়ে ভারী যান চলাচলে বাধা প্রদান করে এবং যানবাহন চলাচল বন্ধ করে দেয়।বিষয়টি ট্রাক মালিক গনের কাছে অত্যন্ত দূর্ভাগ্যজনক।আরো জানান,সেতুটি দিয়ে শুধুমাত্র লালমনিরহাট জেলার পিছিয়ে পড়া সীমান্তবর্তী ৪টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ তাদের উৎপাদিত পণ্য থেকে শুরু করে, বুড়িমারী স্থলবন্দর দিয়ে ইন্ডিয়া ও ভুটান হতে আমদানী রপ্তানি পণ্য সহজে ও অতি দ্রুততার সহিত বিভাগীয় শহর রংপুরের উপর দিয়ে সারা দেশে কম খরছে পৌঁছায় দিতে সক্ষম হয়। রাস্তাটি বন্ধ হয়ে গেলে রংপুর শহর পৌছাতে ৫ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হবে। যা যাওয়া ও আসা মিলে প্রায় ৯০ কিলোমিটার এর অধিক পথ পাড়ি দিতে হয়।ফলে পরিবহন খরচ বেড়ে যায় অনেক শুন। তাই তিনি রাস্তাটি দিয়ে অতিদ্রুত যানবাহন চলাচলের অনুমোদন চেয়ে দাবি জানান। এ সময় উক্ত স্থানে উপস্থিত হন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম উপস্থিত হয়ে অবরোধ তুলে নেওয়া আদেশ এবং বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। এরপর উক্ত স্থান থেকে অবরোধ তুলে নেয়া হয়।

Comments

দেশের প্রচলিত আইন শৃঙ্খলা মেনে আমাদের অনলাইন পত্রিকা টি প্রচলিত

যৌতুকবিহীন মেয়ের বিয়ে দিলেন সাংবাদিক মোস্তফা। -AR NEWS ONLINE

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত -২ -AR NEWS ONLINE

স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাউরা কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন ঘোষণা -AR NEWS ONLINE