বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজ ও কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় কম্বল বিতরণ

আবু রাসেল, লালমনিরহাট জেলা প্রতিনিধি, বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজ ও কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজ প্রাঙ্গণে প্রায় অর্ধশতাধিক এর বেশি অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরা পূণম চাঁদ ভুতোরিয়া কলেজের প্রতিষ্ঠাতা বাবু মহাদেব চাঁদ ভুতোরিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাহাবুবার রহমান শোয়েব,সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম রাজু,মুনতাসির বিল্লা, জাহাঙ্গীর আলম,ফরিদুল ইসলাম ও অন্যান্য। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত কলেজের শিক্ষার্থীবৃন্দ। করোনা পরিস্থিতির কারণে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠান টি স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়।

Comments

দেশের প্রচলিত আইন শৃঙ্খলা মেনে আমাদের অনলাইন পত্রিকা টি প্রচলিত

যৌতুকবিহীন মেয়ের বিয়ে দিলেন সাংবাদিক মোস্তফা। -AR NEWS ONLINE

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত -২ -AR NEWS ONLINE

স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাউরা কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন ঘোষণা -AR NEWS ONLINE