Posts

বুড়িমারী স্থলবন্দর অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায়,দ্রুত তিনবিঘা এক্সপ্রেস চালুর আশ্বাস

Image
আবু রাসেল, পাটগ্রাম লালমনিরহাটঃ লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দরে স্থলবন্দর অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বন্দর ভবনের সভা কক্ষে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের আয়োজনে সভাটি হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন সমাজকল্যাণ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন,এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, সিএনএফ সভাপতি ছায়েদুরজ্জামান সায়েদ, বুড়িমারী স্থলবন্দর এডি গিয়াসউদ্দিন সহ স্থলবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে আলোচনা করে, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন ও বুড়িমারী স্থলবন্দরের বিভিন্ন উন্নয়নের আশ্বাস দেন। সভায় বন্দরের বিভিন্ন সমস্যা ও তার সমাধান, উন্নয়ন ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে অতিথি বৃন্দ লালমনিরহাট বাসির কাক্ষিত তিনবিঘা এক্সপ্রেস ট্রেনটি অতি দ্রুত চালুর আশ্বাস দেন।

যৌতুকবিহীন মেয়ের বিয়ে দিলেন সাংবাদিক মোস্তফা। -AR NEWS ONLINE

Image
যৌতুকবিহীন মেয়ের বিয়ে দিলেন দৈনিক বজ্রশক্তি পত্রিকায় লালমনিহাট জেলা প্রতিনিধি মোস্তফা হোসেন। গতকাল শুক্রবার লালমনিরহাট জেলার সাপটিবাড়ি এলাকায় সাংবাদিক মোস্তফা হোসেনের মেয়ে মোহাইমিন আক্তার এর সাথে মৃত আবুল হোসেন এর ছেলে ইউসুফ আলীর এই বিয়ে অনুষ্ঠিত হয়। সাংবাদিক মোস্তফা হোসেন‌ জানান মৃত আবুল হোসেনের ছেলে ইউসুফ আলী তার মেয়েকে যৌতুকবিহীন ও মোহরানা বুঝে দিয়ে বিয়ে করেছেন। উক্ত বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশিউর রহমান (হিযবুত তাওহীদ রংপুর বিভাগীয় সভাপতি), আব্দুল কুদ্দুস শামীম (হেযবুত তাওহীদ জেলা সভাপতি রংপুর), একরামুল ইসলাম সহ আরো অনেকে। উক্ত বিয়েটি আব্দুল রাকিব হিজবুত তাওহীদ বিভাগীয় সহকারী এর তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে পাটগ্রাম উপজেলা ট্রাক মালিক সমিতির অবরোধ। -AR NEWS ONLINE

Image
আবু রাসেল, পাটগ্রাম উপজেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কলেজ মোড়ে বুধবার বিকাল ৫টায় সড়ক অবরোধ করেন পাটগ্রাম উপজেলা ট্রাক মালিক সমিতি। সড়ক অবরোধের সময় পাটগ্রাম উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান জানান কাকিনা হইতে মাহিপুর এর মাঝে শেখ হাসিনা সেতু অতিক্রম করার সময় পণ্যবাহি যানবাহন গুলোকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, রেফ নাম পেন্টাজেবী ইজারাদার সড়ক সেতু, লালমনিরহাট -এর আবেদনের প্রেক্ষিতে কোন প্রকার নোটিশ যুক্তির কারণ ছাড়াই উক্ত সড়ক দিয়ে ভারী যান চলাচলে বাধা প্রদান করে এবং যানবাহন চলাচল বন্ধ করে দেয়।বিষয়টি ট্রাক মালিক গনের কাছে অত্যন্ত দূর্ভাগ্যজনক।আরো জানান,সেতুটি দিয়ে শুধুমাত্র লালমনিরহাট জেলার পিছিয়ে পড়া সীমান্তবর্তী ৪টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ তাদের উৎপাদিত পণ্য থেকে শুরু করে, বুড়িমারী স্থলবন্দর দিয়ে ইন্ডিয়া ও ভুটান হতে আমদানী রপ্তানি পণ্য সহজে ও অতি দ্রুততার সহিত বিভাগীয় শহর রংপুরের উপর দিয়ে সারা দেশে কম খরছে পৌঁছায় দিতে সক্ষম হয়। রাস্তাটি বন্ধ হয়ে গেলে রংপুর শহর পৌছাতে ৫ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে...

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত -২ -AR NEWS ONLINE

Image
রাশিদুল ইসলাম, পাটগ্রাম প্রতিনিধি: পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন আরো দুজন। আজ বিকালে পাটগ্রাম উপজেলা থেকে তিস্তা ব্যারেজ নামক এলাকায় ঘুরতে গিয়েছিল তিন বন্ধু, তিস্তা ব্যারেজ থেকে ফেরার পথে বাউরা বাজার নামক এলাকায় টেক্সি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন আল আমিন বাপ্পী নির্জয়, এবং তার দুই সহকর্মী গুরুতর আহত হন। আহত হন দুজন এবং তাদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাখা আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৩ টার দিকে তিস্তা ব্যারেজে ঘুরত গিয়েছিল তিন বন্ধু, এবং সেখান থেকে ফেরার পথে বাউরা বাজার নামক এলাকায় ট্যাক্সির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এবং সেখান থেকে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে নির্জয় কে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।

পাটগ্রামে উপজেলা আ.লীগের বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ -AR NEWS ONLINE

Image
রাশিদুল ইসলাম বাবু, পাটগ্রাম প্রতিনিধি: ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপি সিরিজ বোমা হামলা ও জঙ্গীবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ। বুধবার বিকাল ৫ টায় বাবু পূর্ণ চন্দ্র রায়ের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রুহুল আমিন বাবুল চেয়ারম্যান পাটগ্রাম উপজেলা পরিষদ, সাধারণ সম্পাদক পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগ। আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ লালমনিরহাট জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, , ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপুসহ উপজেলার সকল ইউনিয়নের নেতা কর্মীগণ।

যৌতুক না পেয়ে দুই সন্তানের জননীকে লাঠি দিয়ে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ -AR NEWS ONLINE

Image
রশিদুল ইসলাম (প্রতিনিধি) লালমনিরহাট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অমানুষিক নির্যাতন ও মারধরের পর হত্যা চেষ্টা, গিনি আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামী শ্বশুর ও শ্বাশুড়ি বিরুদ্ধে। গিনি আক্তার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ার হাট কাঠালতলী গ্রামের জাকির ইসলামের স্ত্রী। বুধবার (১০ আগষ্ট ) বড় বোন খবর পেয়ে ঘটনার স্থান জান, অবস্থা গুরুতর দেখে দ্রুত মেডিকেল ভর্তি করেন, দুপুরে ওই নারী পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেঁদে কেঁদে এ অভিযোগ করেন। সরেজমিনে গিয়ে জানা যায়, ঐ এলাকায় আশেপাশে নাম বলতে অনিচ্ছুক কিছু পুরুষ ও মহিলা বলেন,প্রায় প্রায় গিনি কে মারধর করেন জাকির, কেউ কিছু বলতে গেলে রাগান্বিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমি আমার স্ত্রীকে কি করব,না করব আমি বুজবো তোমাদের কি,যে কথা বলতে আসবে তাকেও মারব। বিষয় টি তার স্বামীর কাছে জানার জন্য তাদেত বাড়িতে গেলে, কাউকে পাওয়া যায়নি,অবশেষে মুঠোফোন অনেক বার চেষ্টা করা হয়েছে,কিন্তু কোন অবস্থাতে যোগাযোগ করা সম্ভব হয়নি। গিনির বাবা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে প...

পাটগ্রামে আগুনে পুড়ে নিঃশ্ব ৪ টি পরিবারঃ বেঁচে থাকার আকুল আকুতি AR NEWS ONLINE

Image
আবু রাসেল (পাটগ্রাম) লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার ২ নং পাটগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ড রহমানপুর কুমারের বাড়িতে আগুনে পুড়ে ৪ টি পরিবার নিঃশ্ব। সরেজমিনে গিয়ে দেখা যায়,১৪ আগষ্ট আনুমানিক দুপুর ১২ টায় বৈদ্যুতিক সার্কিটে আগুন লেগে নিমিষেই পুড়ে ছাড়খার হয় ৪ টি পরিবারের ঘরবাড়ি। বাড়ির মালিক বশিরুল,রবিউল,শাহানাজ পারভিন, শাহাদাত হোসেন জানান,দুপুরে বাড়ির বাহিরে সবাই কাজে থাকায় বাড়ির কোন জিনিসপত্র বাহিরে বের করতে পারি নাই আমরা। আমাদের সবার কাপড়-চোপর, ধান, চাল,গহনা, আসবাবপত্র সহ নগদ গরু বিক্রি ও এনজিও থেকে লোন নেয়া ১ লাখ ৫০ হাজার টাকা পুড়ে চাই হয়ে যায়। এখন আমাদের ছেলে সন্তান নিয়ে আশ্রয় নেয়ার মত কোন জায়গা নেই।এমত অবস্থায় সরকারি বেসরকারি সাহায্যেের জন্য আকুল আবেদন জানাচ্ছি। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবার ৪ টির প্রায় ২০ লক্ষ টাকা ক্ষয় -ক্ষতি হয়েছে।আমরা পরিষদ থেকে যতটুকু সাহায্য করা সম্ভব করব তবে সরকারি অনুদানের জন্য অনুরোধ করছি। পাটগ্রাম ফায়ার স্টেশনের সাব অফিসার শফিকুল ইসলাম জানান,আমরা সাধ্যমত চেষ্টা করেছি এবং সামান্...

পাটগ্রামে পৈতৃক জমিতে চাষাবাদে বাঁধায় সৎ ভাইদের থানায় অভিযোগ -AR NEWS ONLINE

Image
লালমনিরহাট জেলা প্রতিনিধি লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার ৪নং কুচলীবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড নামাজিটারীতে বাবার পৈতৃক সম্পত্তিতে হাল চাষ করতে গিয়ে বাঁধার সম্মুখীন হয়েছে সৎ ভাই কালাম ও সালাম। অভিযোগে দেখা যায়,বাবার পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার পরে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছেন কালাম ও সালাম আপন দুই ভাই। এমতাবস্থায় হঠাৎ করে পারিবারিক কলহের জের ধরে বেমাতা মায়ের সন্তানেরা ইয়াকুব,সহিদার,সাজু, রাজু,মুকুল উক্ত জমিতে আমনধান লাগাতে দিচ্ছে না। এবিষয়ে স্থানীয়রা জানায়,কালাম- সালাম দুই ভাই মৃত তফির উদ্দিনের তৃতীয় পক্ষের সন্তান।তারা দীর্ঘদিন যাবৎ পৈতৃক সম্পত্তির ভোগ দখলের জন্য মামলায় ভুগছেন এবং কিছু জমি ভোগ করে আসছে। অথচ কাগজ অনুযায়ী সালাম- কালাম আরো পৈতৃক সম্পত্তি পাবে বলে এলাকাবাসীর কাছে বিচার দাবী করে ও থানায় অভিযোগ দায়ের করলে পিতার অন্য দুই স্ত্রীর সন্তানেরা ক্ষিপ্ত হয়ে সালাম-কালামের ভোগ দখলকৃত জমিতে চাষাবাদের বাঁধা প্রয়োগ করেন। এ বিষয়ে সালাম ও কালাম দুই ভাই জানান,আমাদের বাবার পৈতৃক সম্পত্তির সঠিক ভাগ বাটোয়ারার দাবী করায় আমাদের দখলকৃত জমিতেও চাষাবাদের বাঁধা দেয়।এ বিষয়ে আমরা ...