Posts

Showing posts from January, 2022

নিহার লাভলি হেয়ার অয়েল -এর ব্রান্ড অ্যাম্বাসেডর -AR News online

Image
নিহার লাভলি হেয়ার অয়েল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিন তিশা ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর জনপ্রিয় হেয়ার অয়েল ব্র্যান্ড নিহার ন্যাচারালস সম্প্রতি তাদের নতুন পণ্য নিহার লাভলি হেয়ার অয়েল বাজারে এনেছে। নতুন এই পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় মডেল, উপস্থাপিকা এবং অভিনেত্রী তানজিন তিশা। নিহার লাভলি হেয়ার অয়েলে আছে নারকেল তেল এবং ক্যাস্টর অয়েলের শক্তি। এটি চুলের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করে চুল পড়া নিয়ন্ত্রণ ও চুলের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া তেলটি অ্যারাবিয়ান ইন্সপায়ারড পারফিউম মিশ্রিত, যা ২৪ ঘন্টা পর্যন্ত চুলকে সুগন্ধযুক্ত রাখে। এর নন-স্টিকি টেক্সচার চুলকে সারাদিন উজ্জ্বল রাখে। আর তাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিন তিশা নিহার লাভলি ব্যবহারের পরামর্শ দেন। অভিনেত্রী তানজিন তিশা বলেন, “উপমহাদেশের ১ নাম্বার হেয়ার অয়েল ব্র্যান্ড নিহার ন্যাচারালস-এর সাথে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। অ্যারাবিয়ান সুগন্ধি সমৃদ্ধ পুষ্টি গুনাগুণ এবং সাশ্রয়ী দাম তেলটিকে ভোক্তাদের পছন্দের তালিকায় শীর্ষস্থানে রাখবে বলে আমার বিশ্বাস।” ম্য...

বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজ ও কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় কম্বল বিতরণ

Image
আবু রাসেল, লালমনিরহাট জেলা প্রতিনিধি, বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজ ও কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজ প্রাঙ্গণে প্রায় অর্ধশতাধিক এর বেশি অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরা পূণম চাঁদ ভুতোরিয়া কলেজের প্রতিষ্ঠাতা বাবু মহাদেব চাঁদ ভুতোরিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাহাবুবার রহমান শোয়েব,সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম রাজু,মুনতাসির বিল্লা, জাহাঙ্গীর আলম,ফরিদুল ইসলাম ও অন্যান্য। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত কলেজের শিক্ষার্থীবৃন্দ। করোনা পরিস্থিতির কারণে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠান টি স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়।