হাতীবান্ধার সানিয়াজান ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাসেম তালুকদারের নৌকা প্রতীকের জনসভা --AR News online
আসন্ন ইউপি নির্বাচনে হাতিবান্ধা উপজেলার ১১নং সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার প্রচারনায় ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে সমাজসেবক ও আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আবুল হাসেম তালুকদার।
আজ শনিবার বিকাল চারটায় সানিয়াজান ইউনিয়নের পারসেখ সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভার আয়োজন করেন আবুল হাসেম তালুকদার। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদুল হাসান সোহাগ সাধারণ সম্পাদক হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাহেবুর রহমান মোস্তাজীর সভাপতি সানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগ, মর্জিনা বেগম সদস্য লালমনিরহাট জেলা পরিষদ, মনিরুল ইসলাম পল্লব যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ, রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক যুবলীগ সানিয়াজান এবং স্থানীয় নেতাকর্মীরা।
জনাব মাহমুদুল হাসান সোহাগ বলেন সানিয়াজান ইউনিয়নের অসমাপ্ত কাজ এবং উন্নয়ন করার জন্য প্রয়োজন আবুল হাসেম তালুকদার এর মত সৎ নিষ্ঠাবান নেতা দরকার।
উক্ত জনসভায় আবুল হাসেম তালুকদার বলেন আওয়ামী লীগ দল থেকে নৌকা প্রতীক পাওয়ায় তিনি ধন্য এবং তিনি এই নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়ে তার ইউনিয়নের জনগণের সেবা করতে চান,তার ইউনিয়নের উন্নয়ন করতে চান এবং ইউনিয়নের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান।
Comments
Post a Comment