Posts

Showing posts from August, 2023

বুড়িমারী স্থলবন্দর অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায়,দ্রুত তিনবিঘা এক্সপ্রেস চালুর আশ্বাস

Image
আবু রাসেল, পাটগ্রাম লালমনিরহাটঃ লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দরে স্থলবন্দর অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বন্দর ভবনের সভা কক্ষে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের আয়োজনে সভাটি হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন সমাজকল্যাণ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন,এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, সিএনএফ সভাপতি ছায়েদুরজ্জামান সায়েদ, বুড়িমারী স্থলবন্দর এডি গিয়াসউদ্দিন সহ স্থলবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে আলোচনা করে, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন ও বুড়িমারী স্থলবন্দরের বিভিন্ন উন্নয়নের আশ্বাস দেন। সভায় বন্দরের বিভিন্ন সমস্যা ও তার সমাধান, উন্নয়ন ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে অতিথি বৃন্দ লালমনিরহাট বাসির কাক্ষিত তিনবিঘা এক্সপ্রেস ট্রেনটি অতি দ্রুত চালুর আশ্বাস দেন।