Posts

Showing posts from September, 2022

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত -২ -AR NEWS ONLINE

Image
রাশিদুল ইসলাম, পাটগ্রাম প্রতিনিধি: পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন আরো দুজন। আজ বিকালে পাটগ্রাম উপজেলা থেকে তিস্তা ব্যারেজ নামক এলাকায় ঘুরতে গিয়েছিল তিন বন্ধু, তিস্তা ব্যারেজ থেকে ফেরার পথে বাউরা বাজার নামক এলাকায় টেক্সি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন আল আমিন বাপ্পী নির্জয়, এবং তার দুই সহকর্মী গুরুতর আহত হন। আহত হন দুজন এবং তাদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাখা আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৩ টার দিকে তিস্তা ব্যারেজে ঘুরত গিয়েছিল তিন বন্ধু, এবং সেখান থেকে ফেরার পথে বাউরা বাজার নামক এলাকায় ট্যাক্সির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এবং সেখান থেকে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে নির্জয় কে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।