Posts

Showing posts from August, 2022

পাটগ্রামে উপজেলা আ.লীগের বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ -AR NEWS ONLINE

Image
রাশিদুল ইসলাম বাবু, পাটগ্রাম প্রতিনিধি: ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপি সিরিজ বোমা হামলা ও জঙ্গীবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ। বুধবার বিকাল ৫ টায় বাবু পূর্ণ চন্দ্র রায়ের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রুহুল আমিন বাবুল চেয়ারম্যান পাটগ্রাম উপজেলা পরিষদ, সাধারণ সম্পাদক পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগ। আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ লালমনিরহাট জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, , ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপুসহ উপজেলার সকল ইউনিয়নের নেতা কর্মীগণ।

যৌতুক না পেয়ে দুই সন্তানের জননীকে লাঠি দিয়ে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ -AR NEWS ONLINE

Image
রশিদুল ইসলাম (প্রতিনিধি) লালমনিরহাট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অমানুষিক নির্যাতন ও মারধরের পর হত্যা চেষ্টা, গিনি আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামী শ্বশুর ও শ্বাশুড়ি বিরুদ্ধে। গিনি আক্তার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ার হাট কাঠালতলী গ্রামের জাকির ইসলামের স্ত্রী। বুধবার (১০ আগষ্ট ) বড় বোন খবর পেয়ে ঘটনার স্থান জান, অবস্থা গুরুতর দেখে দ্রুত মেডিকেল ভর্তি করেন, দুপুরে ওই নারী পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেঁদে কেঁদে এ অভিযোগ করেন। সরেজমিনে গিয়ে জানা যায়, ঐ এলাকায় আশেপাশে নাম বলতে অনিচ্ছুক কিছু পুরুষ ও মহিলা বলেন,প্রায় প্রায় গিনি কে মারধর করেন জাকির, কেউ কিছু বলতে গেলে রাগান্বিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমি আমার স্ত্রীকে কি করব,না করব আমি বুজবো তোমাদের কি,যে কথা বলতে আসবে তাকেও মারব। বিষয় টি তার স্বামীর কাছে জানার জন্য তাদেত বাড়িতে গেলে, কাউকে পাওয়া যায়নি,অবশেষে মুঠোফোন অনেক বার চেষ্টা করা হয়েছে,কিন্তু কোন অবস্থাতে যোগাযোগ করা সম্ভব হয়নি। গিনির বাবা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে প...

পাটগ্রামে আগুনে পুড়ে নিঃশ্ব ৪ টি পরিবারঃ বেঁচে থাকার আকুল আকুতি AR NEWS ONLINE

Image
আবু রাসেল (পাটগ্রাম) লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার ২ নং পাটগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ড রহমানপুর কুমারের বাড়িতে আগুনে পুড়ে ৪ টি পরিবার নিঃশ্ব। সরেজমিনে গিয়ে দেখা যায়,১৪ আগষ্ট আনুমানিক দুপুর ১২ টায় বৈদ্যুতিক সার্কিটে আগুন লেগে নিমিষেই পুড়ে ছাড়খার হয় ৪ টি পরিবারের ঘরবাড়ি। বাড়ির মালিক বশিরুল,রবিউল,শাহানাজ পারভিন, শাহাদাত হোসেন জানান,দুপুরে বাড়ির বাহিরে সবাই কাজে থাকায় বাড়ির কোন জিনিসপত্র বাহিরে বের করতে পারি নাই আমরা। আমাদের সবার কাপড়-চোপর, ধান, চাল,গহনা, আসবাবপত্র সহ নগদ গরু বিক্রি ও এনজিও থেকে লোন নেয়া ১ লাখ ৫০ হাজার টাকা পুড়ে চাই হয়ে যায়। এখন আমাদের ছেলে সন্তান নিয়ে আশ্রয় নেয়ার মত কোন জায়গা নেই।এমত অবস্থায় সরকারি বেসরকারি সাহায্যেের জন্য আকুল আবেদন জানাচ্ছি। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবার ৪ টির প্রায় ২০ লক্ষ টাকা ক্ষয় -ক্ষতি হয়েছে।আমরা পরিষদ থেকে যতটুকু সাহায্য করা সম্ভব করব তবে সরকারি অনুদানের জন্য অনুরোধ করছি। পাটগ্রাম ফায়ার স্টেশনের সাব অফিসার শফিকুল ইসলাম জানান,আমরা সাধ্যমত চেষ্টা করেছি এবং সামান্...

পাটগ্রামে পৈতৃক জমিতে চাষাবাদে বাঁধায় সৎ ভাইদের থানায় অভিযোগ -AR NEWS ONLINE

Image
লালমনিরহাট জেলা প্রতিনিধি লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার ৪নং কুচলীবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড নামাজিটারীতে বাবার পৈতৃক সম্পত্তিতে হাল চাষ করতে গিয়ে বাঁধার সম্মুখীন হয়েছে সৎ ভাই কালাম ও সালাম। অভিযোগে দেখা যায়,বাবার পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার পরে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছেন কালাম ও সালাম আপন দুই ভাই। এমতাবস্থায় হঠাৎ করে পারিবারিক কলহের জের ধরে বেমাতা মায়ের সন্তানেরা ইয়াকুব,সহিদার,সাজু, রাজু,মুকুল উক্ত জমিতে আমনধান লাগাতে দিচ্ছে না। এবিষয়ে স্থানীয়রা জানায়,কালাম- সালাম দুই ভাই মৃত তফির উদ্দিনের তৃতীয় পক্ষের সন্তান।তারা দীর্ঘদিন যাবৎ পৈতৃক সম্পত্তির ভোগ দখলের জন্য মামলায় ভুগছেন এবং কিছু জমি ভোগ করে আসছে। অথচ কাগজ অনুযায়ী সালাম- কালাম আরো পৈতৃক সম্পত্তি পাবে বলে এলাকাবাসীর কাছে বিচার দাবী করে ও থানায় অভিযোগ দায়ের করলে পিতার অন্য দুই স্ত্রীর সন্তানেরা ক্ষিপ্ত হয়ে সালাম-কালামের ভোগ দখলকৃত জমিতে চাষাবাদের বাঁধা প্রয়োগ করেন। এ বিষয়ে সালাম ও কালাম দুই ভাই জানান,আমাদের বাবার পৈতৃক সম্পত্তির সঠিক ভাগ বাটোয়ারার দাবী করায় আমাদের দখলকৃত জমিতেও চাষাবাদের বাঁধা দেয়।এ বিষয়ে আমরা ...