Posts

Showing posts from November, 2021

বাংলাদেশের বাজারে টেকনো’র নতুন চমক স্পার্ক ৮ প্রো

Image
  নতুন টেকনো স্পার্ক ৮ প্রো-তে আছে অসাধারণ ডিসপ্লে, অ্যাডভান্সড গেমিং পারফরম্যান্স ফিচার  এবং ফাস্ট চার্জিং সুবিধা গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো’র স্পার্ক সিরিজের সাফল্যের ধারাবাহিকতায় বাজারে এসেছে টেকনো স্পার্ক ৮ প্রো। তরুণ গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই এই ফোনটি লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। টেকনো স্পার্ক ৮ প্রো শুধু মাত্র অসাধারণ ডিসপ্লে অভিজ্ঞতা ও পাওয়ার বুস্ট গেমিং পারফরম্যান্সই দিবে না বরং একটি ফ্যাশন স্টেটমেন্ট হিসাবে কাজ করবে।   টেকনো স্পার্ক ৮ প্রো-তে রয়েছে ইমার্সিভ ভিউইং এক্সপেরিয়েন্স, পাওয়ার বুস্ট গেমিং পারফরম্যান্স ফিচারের সাথে নজরকাড়া ডিজাইন। এতে আছে ৪৮ মেকাপিক্সেল আলট্রা ক্লিয়ার এআই ট্রিপল ক্যামেরা, সুপার নাইট মোড ২.০, মাল্টি-ফ্রেম ১০xজুম, এআর শটস-এর মতো আকর্ষণীয় ফিচারসমূহ। ব্যবহারকারীদের ইমার্সিভ ডিসপ্লে এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির ১০৮০ পিক্সেলের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়া দৈনন্দিন টাস্ক ও দারুণ গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য রয়েছে অল নিউ গেম লেভেল হেলিও জি৮৫ ফাস্ট অক্টা-কোর চিপ। ফোনটিতে থাকছে ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্ট

পাবনার ভাঙ্গুড়ায় স্বামী নৌকা, তারই ২ স্ত্রী স্বতন্ত্র প্রার্থী

Image
চতুর্থ ধাপে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খাঁনমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুর উন- নবী মন্ডল দুলালের দুই স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৫ নভেম্বর (বৃহস্পতিবার) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তার প্রথম স্ত্রী ফেরদৌসী বেগম ও দ্বিতীয় স্ত্রী নাসিমা খাতুন নিজে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। একই দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগে প্রার্থী নুর উন-নবী মন্ডল দুলাল, শহিদুল ইসলাম (স্বতন্ত্র) ও মনোয়ার হোসেন মিঠু (স্বতন্ত্র)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাঁনমরিচ ইউনিয়ন যুবলীগের সভাপতি নুর উন-নবী মন্ডল দুলাল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে চাকরি করতেন। চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তিনি ১২ বছর চাকরি থাকতেই স্বেচ্ছায় অবসর নেন। জানা যায়, আওয়ামী লীগের প্রার্থী নুর উন-নবী মন্ডল দুলাল এলাকায় বেশ জনপ্রিয় বলে চাকরি ছেড়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। কিন্তু দলীয় মনোনয়ন ও কাগজপত্র যাচাই-বাছাই নিয়ে সংশয় থাকায় তিনি দুই স্ত্রীকে দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করিয়েছেন। তবে এলাকায় গু

বিয়ের দিনও পরীক্ষা দিয়ে প্রশংসায় ভাসছেন তরুণী

Image
26 #Shares #facebook sharing #buttontwitter sharing #buttonpinterest sharing button আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে মানেই মেয়েদের পড়াশোনা শেষ, এমন ধারণা রয়েছে অনেকের। এর পক্ষে হয়তো ভুরি ভুরি যুক্তিও দেখাতে পারেন তারা। কিন্তু ইচ্ছা থাকলে নিজের চাহিদাপূরণে বিয়ে যে কোনও বাধা হতে পারে না, সেটিই যেন প্রমাণ করলেন গুজরাটের এক তরুণী। তাকে নিয়েই এখন চর্চায় মশগুল গোটা নেটদুনিয়া। কিন্তু কী এমন করেছেন সেই তরুণী? সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, কনের সাজে এক তরুণী পরীক্ষার হলে বসা। পরনে তার লাল লেহেঙ্গা। খুব মন দিয়ে লিখে চলেছেন তিনি। আশপাশে আরও অনেকেই পরীক্ষা দিচ্ছেন। জানা যায়, ভাইরাল ওই তরুণীর নাম শিবাঙ্গী বাগথারিয়া। বাড়ি গুজরাটে। সম্প্রতি রাজকোটের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে গিয়েছিলেন তিনি। সেখানে পঞ্চম সেমিস্টারের পরীক্ষা ছিল তার। কিন্তু কনের পোশাকে পরীক্ষার হলে কেন? শিবাঙ্গী জানান, এবারের দিওয়ালির মৌসুমে তার বিয়ের দিনক্ষণ ঠিক হয়। কিন্তু পরীক্ষার তারিখ ঘোষণার পর কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে তরুণীর। কারণ, বিয়ের দিনই পড়েছে তার পঞ্চম সেমিস্টারের পরীক্ষা। তাহলে উপায়? জীবনের একটি বিশেষ দিনে পর