Posts

Showing posts from August, 2021

মেসি হয়ে গেলেন পিএসজির, শুরু নতুন অধ্যায়

Image
  মেসি পিএসজিতে যাচ্ছেন, এ ব্যাপারে আদতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু চুক্তির খুঁটিনাটি নিয়ে দুই পক্ষের একমত হওয়ার বিষয়টি তো ছিলই। সে সঙ্গে মৌসুমে বেতন কত পাবেন, চুক্তি করার জন্য বোনাস কত দেওয়া হবে এবং কত বছরের চুক্তি হবে—এ নিয়ে আলোচনা বাকি ছিল। সেটা যে আজই হয়ে যাবে, সেটা নিশ্চিতভাবে বলতে পারছিলেন না কেউ। কিন্তু দিন যত এগিয়েছে, সন্দেহ তত দূর হয়েছে। প্রথমেই ফ্রান্সের সবচেয়ে বিশ্বাসযোগ্য দুটি সূত্র জানিয়েছে, চুক্তি হয়ে গেছে, আজই প্যারিসে যাচ্ছেন মেসি।একটু পরই বার্সেলোনার বিমানবন্দরে সপরিবারে মেসির আবির্ভাবও সে খবরের নিশ্চয়তা দিয়েছে। এর মধ্যেই নেইমারও প্রিয় বন্ধুকে পাওয়ার আনন্দে ইনস্টাগ্রামে গোপন তথ্য জানিয়ে দিলেন। মেসির সঙ্গে তাঁর একটি ভিডিও ক্লিপ দিয়ে বলেছেন, আবার একসঙ্গে। এর মধ্যে ফ্রেঞ্চ সাংবাদিক মোহামেদ বোহাফসি বলেছেন, ‘স্থানীয় সময় বেলা তিনটায় প্যারিসে নামবেন মেসি। প্যারিসের পশ্চিম অঞ্চলের এক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন মেসি।’ মেসিকে অভ্যর্থনা জানানোর জন্য লা গালিচা পেতে দেওয়া হয়েছিল। প্যারিসে বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছিলেন সমর্থকেরা। তবু মেসির মেডিকেলের কোনো খবর আসছিল না...

বুড়িমারীতে সিএন্ডএফ এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

  মিঠু মুরাদ নিজেশ্ব প্রতিনিধি লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১০ আগষ্ট)  দুপুরে বুড়িমারী স্থলবন্দর হলরুমে  নবগঠিত সিএন্ডএফ এসোসিয়েশনের ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায়  সভাপতি মোঃ সায়েদুজ্জামান সায়েদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি। এসময় লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এ্যডভোকেট মোঃ মতিয়ার রহমান, পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট ও পাটগ্রাম  উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায় সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় তরুণ ব্যবসায়ী মোঃ মাহমুদুল হাসান সোহাগ বলেন পিছিয়ে পড়া স্থলবন্দটির বহুমুখী যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণ সহ ব্যবসায়ীক স্বার্থ রক্ষায়  আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ...

হাতীবান্ধায় মাদক ব্যবসায়ীর হামলায় ৩ জন পুলিশ সদস্য আহত

Image
 লালমনিরহাট জেলা প্রতিনিধি.  লালমনিরহাটে বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত  রাতে জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে।হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক আজমির হোসেন জানান, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান চালায়।এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে একটি মটর সাইকেল রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশ মটর সাইকেলটি তল্লাশি করতে থাকেন। এমন সময় ওই মাদক ব্যবসায়ীরা দলবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালায়।এতে হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক সুজন কুমার রায়, উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ও কনস্টেবল জালাল আহত হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীরা ওই মটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।খবর পেয়ে হাতীবান্ধা থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে পশ্চিম নওদাবাস এলাকার সুধান চন্দ্রের পুত্র বিশ্বনাথ (২১) ও বিধান (১৯), আব্দুর রহিমের পুত্র আইয়ুব আলী (৪৮) ও পুর্ব নওদাবাস এলাকার সুরুজ্জামানের পুত্র শামীম (২৫) ক...